নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা যুবদল সভাপতি মো. মঞ্জুরুল আজিম সুমনসহ (৫৯) আরও ৬ আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৩১ অক্টোবর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বেগমগঞ্জ মডেল থানার ৩০ নম্বর মামলায় আসামি মো. মঞ্জুরুল আজিম সুমন, হারুনুর রশিদ ও ফয়সাল বারী চৌধুরী এবং বেগমগঞ্জ মডেল থানার ৩১ নম্বর মামলায় আসামি মো. আনোয়ারুল ইসলাম, মো. আবু তালেব ও মো. ফরহাদকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশ সুপার আরও জানান, কুমিল্লার ঘটনার জেরে ১৫ অক্টোবর বেগমগঞ্জের বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় ৩০ মামলায় ২২২
আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ৭ আসামি হামলায় নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এর আগে, ৩০ আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
আরএ