ঢাকা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সোনার বাংলা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি (অফ ডে) বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার (১ নভেম্বর) রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (২১ নভেম্বর) ৭৮৭ নম্বর সোনার বাংলা এক্সপ্রেস (চট্টগ্রাম টু ঢাকা) ও বুধবার (৩ নভেম্বর) ৭৮৮ নম্বর সোনার বাংলা এক্সপ্রেস (ঢাকা টু চট্টগ্রাম) ট্রেনের অফ ডে বাতিল করা হয়েছে।
২৭ অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (২০২০-২১) সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষা শেষ হবে ৫ নভেম্বর।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
এমআইএইচ/জেএইচটি