গাজীপুর: গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের একজন নুসরাত জাহান কনা (২২)। অন্যজনের নাম পাওয়া যায়নি। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, সৌখিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়।
ওসি আরও বলেন, এ সময় বাসের নিচে চাপা পড়ে এক পথচারী (পুরুষ) এবং বাসের যাত্রী নুসরাত জাহান কনা ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় ৮-১০ জন সামান্য আহত হয়েছেন। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
আরএস/জেএইচটি