ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নবনির্বাচিত বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন ‘অ্যাটকো’।
সোমবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
অ্যাটকোর শ্রদ্ধা নিবেদনের পর অন্যান্য টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
এ সময় ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের জনপ্রিয় চ্যানেল নিউজ২৪-এর পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের পক্ষে প্রতিনিধি হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চ্যানেলটির এক্সিকিউটিভ এডিটর রাহুল রাহা।
শ্রদ্ধা নিবেনদকালে উপস্থিত ছিলেন অ্যাটকোর সভাপতি মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, সিনিয়র সহসভাপতি ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, নাগরিক টিভির রুবানা হক প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের অ্যাটকো সভাপতি বলেন, আমাদের প্রধান কাজ হচ্ছে আমাদের টেলিভিশন চ্যানেলগুলোকে ডিজিটাইজ করা। ডিজিটাইজেশন না করার ফলে আমরা আমাদের চ্যানেলগুলোকে পে চ্যানেল করতে পারছি না। এর ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। ডিজিটাইজেশন হলে সরকার রাজস্ব পাবে, আমরাও লাভবান হবো, আমাদের কেবল অপারেটর ভাইরাও লাভবান হবে এবং দর্শকরাও মানসম্মত ঝকঝকে পরিষ্কার ছবি দেখতে পাবে।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
আরকেআর/জেএইচটি