ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘জয় বাংলা’ স্লোগান দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বীর মুক্তিযোদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
‘জয় বাংলা’ স্লোগান দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক।

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মো. আবদুল মালেক নামে এক বীর মুক্তিযোদ্ধা।

রোববার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার আমতৈল পূর্বপাড়া গ্রামে ২ নম্বর বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের পথসভায় সভাপতির নির্ধারিত বক্তব্য শেষে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ বলেই তিনি মৃত্যুর কোলে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পথসভায় সভাপতির বক্তব্য দিচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক। বক্তব্য শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেই দ্রুত বসে পড়েন এবং পাঁচ মিনিটের মধ্যে তিনি নিস্তেজ হয়ে পড়েন।

পরে সভায় উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেকের এমন মৃত্যুতে পরিবার, এলাকাবাসী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।  

সোমবার (১ নভেম্বর) বিকেল ৩টায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেকের ছেলে কাদের হাসান জানান, বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আজন্ম বঙ্গবন্ধুর ভক্ত ছিলেন। বাংলা এবং বঙ্গবন্ধুর স্লোগান দিতে দিতেই তার মৃত্যু হলো।

পথসভায় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম নবু বাংলানিউজকে বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তেও তিনি যে বক্তব্য রেখে গেছেন, তা অবশ্যই আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।