মামীর বোনকে বিয়ে করতে ব্যর্থ হয়ে মামাকে কুপিয়ে জখম করার পর পলাতক ভাগনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, মঙ্গলবার (২৬ অক্টোবর) উপজেলার বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে মামা বজলু প্যাদাকে (৪৮) কুপিয়ে গুরুতর জখম করে ভাগনে মাহফুজ (১৮)।
মাহফুজ বরগুনার সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা গ্রামের নিজাম হাওলাদারের ছেলে।
এলাকাবাসী জানায়, মামার শ্যালিকাকে বিয়ে করতে ব্যর্থ হওয়ায় মামাকে কুপিয়ে আহত করে মাহফুজ। এর পর আত্মগোপনে থাকার জন্য গত ৪/৫ দিন আগে তার বাবার মামাতো ভাই ছোট বগী ইউনিয়নের পশ্চিম গাবতলী এলাকার বাদশা হাওলাদার বাড়িতে আসে। সোমবার সকালে চাচা বাদশা হাওলাদার তাকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করেন। তালতলী থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
নিউজ ডেস্ক