বাগেরহাট: সরকারের আহ্বানে সাড়া দিয়ে আমরা স্বাভাবিক জীবনে ফিরেছিলাম। এখন অনেক ভাল আছি।
আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা হান্নান বাহিনীর সদস্য জালাল মুন্সি এসব দাবি করেন। শুধু জালাল মুন্সি নয়, ‘দস্যুমুক্ত সুন্দরবন দিবস’ উপলক্ষে স্বাভাবিক জীবনে ফেরা দস্যুদের নানা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সকল দস্যুর দাবি ছিল এটাই।
সোমবার (০১ নভেম্বর) দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে অনুভুতি প্রকাশকালে স্বাভাবিক জীবনে ফেরা ‘মাস্টার বাহিনী’র সেকেন্ড ইন কমান্ড সোহাগ আকন বলেন, সুন্দরবনে দাঁপিয়ে বেড়ালেও এখন আমাদের বাঁচতে হয় অর্থ কষ্টে। সরকার ও র্যাব আমাদের অনেককিছু দিলেও মামলা থেকে এখনও মুক্তি মেলেনি আমাদের। তিন বছর ধরে আদালতের বারান্দায় দৌঁড়াতে দৌঁড়াতে আমরা ক্লান্ত। আমরা স্ত্রী-সন্তান নিয়ে দুমুঠো ভাত খেয়ে বাঁচতে চাই। শুধু সহযোগিতা নয়, মামলা প্রত্যাহার করে আমাদের স্বাভাবিক জীবন-যাপনের ব্যবস্থা করে দিন। ’
সোহাগ আকনের মতো অনেকেই একইভাবে তাদের দাবি কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে।
এসময় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালহকদার আব্দুল খালেক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. সামসুল হক টুকু এমপি, সদস্য পীর ফজলার রহমান, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্না সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক ড. বপনজির আহমেদ, র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ।
এদিন, ১০২টি ঘর, ৯০টি মুদি দোকান (মালামালসহ), ১২টি জাল ও মাছ ধরার নৌকা, আটটি ইঞ্জিন চালিত নৌকা এবং ২২৮টি গবাদিপশু (বাছুরসহ) দেওয়া হয় স্বাভাবিক জীবনে ফেরা দস্যুদের।
>>>আত্মসমর্পণ করা ৩২৬ দস্যু পেলেন ঘর-দোকান-গবাদিপশু
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
এনটি