ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
খুলনায় স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ প্রতীকী ছবি

খুলনা: খুলনায় ৭ম শ্রেণির এক ছাত্রীকে (১২) তুলে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে চয়ন ব্যাপারী নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা না করতে ওই ছাত্রীর পরিবারকে হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা।

সোমবার (১ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়। এর পর থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

চয়ন পশ্চিম রূপসা ঘাট এলাকার গোলাম মোস্তফা ব্যাপারীর ছেলে।

ভুক্তভোগীর বড় বোন বাংলানিউজকে বলেন, শনিবার সন্ধ্যায় আমি ও আমার ছোট বোন রূপসা মার্কেটে যাই বাজার করতে। তাকে মার্কেটে রেখে পাশে বাস স্ট্যান্ডে একটি জরুরি কাজে যাই আমি। পরে এসে তাকে খুঁজে পাইনি। বিষয়টি পরিবারে জানালে তারা খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে থানায় অভিযোগ করি।

তিনি বলেন, ঘটনার পরদিন সকালে জানতে পারি আমার বোনকে নতুন বাজারে পরিত্যক্ত একটি বরফ কলে আটকে রেখে রাতভর শারিরীক ও যৌন নির্যাতন করা হয়েছে। সকালে ধর্ষকের বাড়িতে গিয়ে তার পিতা মোস্তফা ও ভাইদের কাছে কাকুতি মিনতি করে ছোট বোনকে ফিরিয়ে নিয়ে আসি। চয়ন তার পিতা, ভাই ও পরিবারের সামনেই আমাদের মারধর করে। আমরা কিছু না বলে বোনকে নিয়ে আসি এবং পুলিশের সহায়তায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বাংলানিউজকে বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামিকে গ্রেফতারের চেষ্টা করছি।

রূপসা ঢাকা ম্যাচ ফ্যাক্টরী হাই স্কুলের সভাপতি অ্যাডভোকেট ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, মেয়েটির স্কুলে আসা যাওয়ার পথে ছেলেটি প্রায়ই বিরক্ত করতো। এ নিয়ে তার পরিবার ভয়ে থাকতো। ঘটনার দিন ওই মেয়েকে একা পেয়ে চয়ন জোর করে তুলে নিয়ে যায়। এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ০১ , ২০২১
এমআরএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।