ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রভাবশালী নেতার ইন্ধনে মেয়র মুজিবুরের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
প্রভাবশালী নেতার ইন্ধনে মেয়র মুজিবুরের নামে মামলা

কক্সবাজার: কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. মুজিবুর রহমানের নামে দায়ের করা মামলাটি দলের কিছু প্রভাবশালী নেতার ইন্ধনে করা হয়েছে বলে দাবি করেছেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান।

সোমবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পৌরসভার হলরুমে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

প্যানেল মেয়র বলেন, পৌর মেয়র মুজিবুর রহমানের নামে করা মামলাটির বিষয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। এছাড়া আমাদের দলের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তাফার সঙ্গে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে বলে আমাদের আশ্বস্থ করেছেন।  

তিনি বলেন, এ মামলা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার পৌর কাউন্সিল সকাল থেকে কর্মবিরতির ডাকা দেয়। দুপুর ২টার দিকে আমরা তা প্রত্যাহার করে নিয়েছি।

রোববার (৩১ অক্টোবর) বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আটজনের নামে একটি হত্যাচেষ্টা মামলা করেন শহরের পেশকারপাড়ার বাসিন্দা মো. শাহজাহান। গত ২৭ অক্টোবর রাতে তার ছোট ভাই ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ সিকদারকে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনার ইন্ধনদাতা হিসেবে মেয়র মুজিবুরের নামে মামলাটি করা হয়।

বর্তমানে মোনাফ সিকদার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে মেয়র মুজিবুরের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার প্রায় চার ঘণ্টা পর্যটন শহর কক্সবাজারে বিক্ষোভ, টায়ারে আগুন জ্বালিয়ে প্রধান সড়ক অবরোধসহ ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে মেয়রের অনুসারীরা।  

গত ২৭ অক্টোবর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারকে শহরের সুগন্ধা পয়েন্টে গুলি করে একদল দুর্বৃত্ত। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় করা মামলায় পৌর মেয়র মুজিবুর রহমানকে আসামি করে থানায় মামলা দায়ের করে মুনাফ সিকদারের বড় ভাই মোহাম্মদ শাহজাহান।  

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।