পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২২ হাজার টাকার জাল নোটসহ আফরোজা আক্তার রুমা (২২) নামে এক নারীকে আটক করা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) ওই নারীকে আটক করা হয়।
রুমা কিশোরগঞ্জ জেলা সদরের লতিবাবাদ ইউনিয়নের বড়বাগ (উত্তরপাড়া) এলাকার বাচ্চু মিয়ার মেয়ে।
পুলিশের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, পুলিশ সোর্সের মাধ্যমে জানতে পারে বোদা ময়দান দিঘী এলাকায় মাদকাসক্ত কিছু ব্যক্তি জাল টাকার নোট নিয়ে ঘোরাফেরা করছে। খবরটি পাওয়ার পর সোর্স বাড়ানো হয়। পরে সোমবার বোদা পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাল টাকা লেনদেনের সময় ওই নারীকে হাতে নাতে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অপর ৪জন সহযোগী পালিয়ে যায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
জেডএ