ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘যুবকদের সাহসিকতা ভবিষ্যতের স্বপ্ন দেখায়’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
‘যুবকদের সাহসিকতা ভবিষ্যতের স্বপ্ন দেখায়’ ‘যুবদের সাহসিকতা ভবিষ্যতের স্বপ্ন দেখায়’

ঢাকা: বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, যুবদের উৎসাহ ও সাহসিকতা আমাদেরকে ভবিষ্যতের স্বপ্ন দেখায়। আমার বিশ্বাস সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে তাদের ধ্যান-ধারণা ও আগ্রহ অন্যদের শক্তি যোগাবে।

সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় যুব দিবস ২০২১’ উপলক্ষে উদ্বোধন ও জাতীয় যুব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, যুবকরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন। এ রক্তক্ষয়ী সংগ্রামে অগ্রণী অবস্থানে ছিল সেদিনের যুব সমাজ। আমাদের অদম্য যুব সমাজ স্বাধীনতা পরবর্তী সময়েও জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে অমূল্য অবদান রেখেছে।

তিনি বলেন, আগামীতে ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে সে বিষয়ে আমার গভীর আস্থা রয়েছে। যুবকরাই দেশকে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ উন্নয়নের যাত্রার অপ্রতিরোধ্য। দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে অব্যাহত উন্নয়নের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে যুব সমাজ অগ্র সৈনিক হিসাবে ভূমিকা পালন করবে এ আমার প্রত্যাশা।

যুব সমাজের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, যুব সমাজের সামনে চ্যালেঞ্জ অনেক। দারিদ্র্য, অশিক্ষা, কর্মসংস্থানের অভাব, অপরাধ ও সহিংসতা সমাজে বিশৃংখলার জন্ম দেয়। আজকাল সংবাদপত্রে কিশোর গ্যাংয়ের সংবাদ প্রকাশিত হচ্ছে এতে করে অনেক যুবকের ভবিষ্যৎ নষ্ট হওয়ার পাশাপাশি সমাজের বিরূপ প্রভাব পড়ছে। এ বিষয়ে যুব সমাজের দৃঢ় পদক্ষেপ নিতে হবে। শুধু নিজেই ভাল থাকলে চলবে না, অন্যরাও যাতে ভালো থাকে সে চেষ্টাও করতে হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
এমএমআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।