ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না

জামালপুর: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, যতোই আমরা প্রকল্প করি না কেনো, যদি বালু উত্তোলন বন্ধ করতে না পারি তাহলে লোহার বাঁধেও কাজ হবে না।

সোমবার (০১ নভেম্বর) দুপুরে জামালপুরের ইসলামপুরে কুলকান্দি হার্ডপয়েন্টে বাঁধের ভাঙন অংশ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

 

এ সময় উপস্থিত ছিলেন- ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, মহিলা এমপি হোসনে আরা, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাসচিব ফজলুর রশিদসহ আরও অনেকেই।  

প্রতিমন্ত্রী আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডের কাজে একটু ধৈর্য ধরতে হয় এক বছর ফিজিবিটি স্ট্যাডি করতে হয়, কারণ শুষ্ক মৌসুম ও মনসেন দুইটাই দেখতে হয় টিকসই বিষয়ে।

জানা যায়, ৯০ কোটি টাকার ব্যয়ে যমুনার ভাঙন প্রতিরোধে ইসলামপুরের কুলকান্দি হার্ডপয়েন্ট থেকে গুঠাইল হার্ডপয়েন্টের আড়াই হাজার মিটার বাঁধ নির্মাণ করা হয়। বাঁধটি ২০২০ সালের জুন মাসে কাজ শেষ হয়। হঠাৎ গত বৃহস্পতিবার সকালে ইসলামপুরের কুলকান্দি এলাকায় যমুনার তীর রক্ষা প্রকল্পের ৯০ মিটার বাঁধ ধসে যায়।
 
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।