কুমিল্লা: কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখাকে কেন্দ্র করে ঘটা সহিংস ঘটনায় ধর্মীয় উসকানি দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় স্থানীয় দুই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন- স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল কুমিল্লা টাইমসের সম্পাদক সাজ্জাদ হোসেন শিমুল ও নির্বাহী সম্পাদক ফয়সাল মবিন পলাশ।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কুমিল্লার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
সিআইডি কুমিল্লার পরিদর্শক মো. আতিকুর রহমান বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দু’জনের নাম উল্লেখ করে এবং কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে এ মামলা করেন।
সিআইডি কুমিল্লার পুলিশ সুপার জানান, পূজামণ্ডপে কোরআন শরিফ রাখার ঘটনার ভিডিও প্রকাশ করে কুমিল্লা টাইমস নামের একটি অনলাইন গণমাধ্যম। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এবং সহিংসতা ছড়িয়ে পড়ে।
দুর্গাপূজা চলাকালে গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়ার ঘটনায় হামলা-ভাঙচুর হয়। এ ঘটনায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ইকবালসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:
মণ্ডপে কোরআন রাখা ব্যক্তি শনাক্ত, নাম ইকবাল
মণ্ডপে ‘কোরআন’ ইকবালই রেখেছিলেন
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
এসআই