ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের গাড়ির ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
পুলিশের গাড়ির ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গুলিস্তান পার্কের পাশের রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত নাদিম হোসেন (৩২) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের পরিবারের দাবি পুলিশের গাড়ির ধাক্কায় আহত হয়ে মারা যান নাদিম।

সোমবার (০১ নভেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।  

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, গত ৩০ অক্টোবর দুপুরের দিকে গুলিস্তান পার্কের পাশের রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হয় নাদিম। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বেলা সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ১০৩ নম্বর ওয়ার্ডে নাদিম মারা যান।

নিহত নাদিম শরীয়তপুর ডামুড্ডা এলাকার মৃত মিল্লাত হোসেনের ছেলে। তিনি রাজধানী খিলগাঁও গোড়ান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।  

নিহতের ভাই বীন ইয়ামিন জানান, শনিবার (৩০ অক্টোবর) গুলিস্তান পার্ক এলাকার পাশে একটি রাস্তায় পুলিশের গাড়িতে আহত হন নাদিম। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার হাসপাতালে তিনি মারা যান। নিহত নাদিম একটি ব্যাংকে ছোট পোস্টে চাকরি করতেন।

এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি ফাইলে দেখা যায় নাদিমকে ভর্তি করেন আব্দুর রশিদ নামে এক ব্যক্তি। সেখানে তার নামের পাশে লেখা রয়েছে রাজারবাগ পুলিশ লাইন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।