গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় অচেনা সেই জন্তুর আক্রমণে নতুন করে আরও দুইজন নারী আহত হয়েছেন।
সোমবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী হাসনা বেগমকে (৩০) ও রোববার (৩১ অক্টোবর) সকালে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের ডুমুরগাছা গ্রামের মৃত সাত্তার মিয়ার স্ত্রী মোফেলা বেগম (৫৫) জন্তুটির হামলার শিকার হয়েছেন।
এদের মধ্যে হাসনা বেগমকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) তানভীর রহমান।
তিনি বাংলানিউজকে বলেন, হাসনা বেগমের কোমরে যে আঘাতের ক্ষত, তা কোন প্রাণির আক্রমণ থেকেই হয়েছে। তাকে এ্যান্টি রেবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ভালো আছেন।
প্রসঙ্গত, গত দেড়মাস ধরে পলাশবাড়ী উপজেলার ছয়টি গ্রামে অচেনা এ জন্তুর আক্রমণ শুরু হয়েছে। গ্রামগুলো হচ্ছে তালুক কেঁওয়াবাড়ি, হরিণাথপুর, কিশামত কেঁওয়াবাড়ি, খামার বালুয়া, দুলালেরভিটা ও তালুকজামিরা। এ প্রাণির আক্রমণে ফেরদৌস ইসলাম নামের এক জনের মৃত্যু এবং ২০ জনের অধিক মানুষ আহত হয়েছেন।
আহতরা জানান, জন্তুটি দেখতে শিয়ালের মতো। এর মাথা ও লেজ আকারে বড়। জন্তুটি ঝোপ-জঙ্গল, ধানের জমি থেকে বেরিয়ে এসে মানুষ-গবাদিপশুকে আক্রমণ করছে। জন্তুটির বিচরণ বর্তমানে পাশের গোবিন্দগঞ্জ উপজেলার একটি গ্রামে ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০২১
জেডএ