ময়মনসিংহ: রাজধানীতে জাতীয় চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে হারিয়ে যাওয়ার ১১ বছর পর পরিবারের কাছে ফিরে এসেছে মরিয়ম বেগম (১৭) নামে এক কিশোরী।
রোববার (৩১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান পেয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া গ্রামের নিজ বাড়িতে আসে মরিয়ম।
এ সময় পরিবারের সদস্যদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সোমবার (১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন হারিয়ে যাওয়া মরিয়মের মা মোছা. বেগম আক্তার।
তিনি জানান, ছয় বছর বয়সে মরিয়ম তার বড় বোন সুফলা বেগমের সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে হারিয়ে যায়। তখন চিড়িয়াখানার গেটে মাইকিং করেও মরিয়মকে পাওয়া যায়নি।
মরিয়ম জানায়, হারিয়ে যাওয়ার পর ঢাকার সরকারি চাকরিজীবী মুসলেহ উদ্দিন আহমেদ ও রাবেয়া আহমেদ দম্পতির কাছে ছিলেন তিনি। তারা নিজ সন্তানের মতোই বড় করেছেন তাকে।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
এসআই