পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের খুব কাছে নদীর তীর থেকে মাটি কেটে নেওয়ায় আল মামুন এন্টারপ্রাইজ ব্রিকসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১নভেম্বর) সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, নদীর তীর ও তলদেশ থেকে মাটি কাটায় আল মামুন এন্টারপ্রাইজ ব্রিকসের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পরে এ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
এসআই