ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পায়রা সেতুতে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
পায়রা সেতুতে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ প্রতীকী ছবি

পটুয়াখালী: সদ্য চালু হওয়া পটুয়াখালীর লেবুখালী-পায়রা সেতুতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাইয়ান (১৪) নামে এক কিশোর নিহত ও তিনজন আহত হয়েছে।

সোমবার (১ নভেম্বর) বিকেলে পায়রা সেতুর দক্ষিণ পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

 

রাইয়ান পটুয়াখালী পৌরসভার সাত নম্বর ওয়া‌র্ডের কাউন্সিলর লুৎফর রহমান শাহারিয়া‌রের ছে‌লে এবং বেপারী বা‌ড়ির বা‌সিন্দা। আহত তিনজনের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থ‌লে থাকা উপপরিদর্শক (এসআই) বিপ্লব কুমার ভাট বাংলানিউজকে জানান, সন্ধ‌্যার দিকে সেতুর লেবুখালী প্রা‌ন্তের টোল প্লাজার একটু উত্তর পা‌শে দু‌টি মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘ‌র্ষ হয়। এসময় দুই মোটরসাইকেলের চারজন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. নুরুন্নাহার জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে রাইয়ান নামে আহত এক কিশোরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। পরে বরিশাল থেকে ঢাকায় অধিকতর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।  
এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।