খুলনা: খুলনায় ৭ম শ্রেণির এক ছাত্রীকে (১২) বাজার থেকে তুলে নিয়ে রাতভর ধর্ষণের মামলায় একমাত্র আসামি নয়ন ব্যাপারীকে (২১) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
সোমবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে র্যাব-৬ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব উল্লেখ করে, সোমবার সন্ধ্যায় মহানগরীর সাতরাস্তার মোড় এলাকা থেকে নয়ন ব্যাপারীকে গ্রেফতার করা হয়।
শনিবার সন্ধ্যায় স্কুলছাত্রী রূপসার বাজারে জুতা কেনার উদ্দেশে বের হলে একজন যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে রূপসা ওয়াবদা বেড়িবাঁধ এলাকায় নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০১ তারিখঃ ০১/১১/২০২১ নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) । এজাহারভুক্ত পলাতক আসামি নয়নকে গ্রেফতারে র্যাব-৬ খুলনার একটি চৌকস আভিযানিক দল খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় গোয়েন্দা তৎপরতার পাশাপাশি জোরালো অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় সাত রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি চয়ন ব্যাপারীকে গ্রেফতার করে।
ভুক্তভোগীর বড় বোন বাংলানিউজকে বলেন, শনিবার সন্ধ্যায় আমি ও আমার ছোট বোন রূপসা মার্কেটে যাই বাজার করতে। তাকে মার্কেটে রেখে পাশে বাসস্ট্যান্ডে একটি জরুরি কাজে যাই আমি। পরে এসে তাকে খুঁজে পাইনি। বিষয়টি পরিবারে জানালে তারা খোঁজ করতে থাকেন। একপর্যায়ে থানায় অভিযোগ করি।
তিনি আরও বলেন, ঘটনার পরদিন সকালে জানতে পারি আমার বোনকে নতুন বাজারে পরিত্যক্ত একটি বরফ কলে আটকে রেখে রাতভর শারীরিক ও যৌন নির্যাতন করা হয়েছে। সকালে ধর্ষকের বাড়িতে গিয়ে তার বাবা মোস্তফা ও ভাইদের কাছে কাকুতি মিনতি করে ছোট বোনকে ফিরিয়ে নিয়ে আসি। এসময় চয়ন তার বাবা, ভাই ও পরিবারের সামনেই আমাদের মারধর করে। আমরা কিছু না বলে বোনকে নিয়ে আসি এবং পুলিশের সহায়তায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
** খুলনায় স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ
বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
এমআরএম/আরএ