ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে গুলি-মামলার নেপথ্যে কোটি টাকার জমি

সুনীল বড়ুয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
কক্সবাজারে গুলি-মামলার নেপথ্যে কোটি টাকার জমি

কক্সবাজার: গত বুধবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী সুগন্ধা পয়েন্টে বিরোধীয় জমিতে তৈরি করা শুঁটকি মার্কেটের সামনে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ সিকদারকে (৩২) গুলি করে দুর্বৃত্তরা।

এ ঘটনার তিন দিন পর গত রোববার (৩১ অক্টোবর) মোনাফের ভাই মো. শাহাজাহান বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে প্রধান আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন।

সে মামলায় দুই নম্বরে অভিযুক্ত করা হয় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে।  

এ মামলার জের ধরে এবং মামলা প্রত্যাহারের দাবিতে রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধসহ শহরজুড়ে অচলাবস্থার সৃষ্টি করে মেয়রের অনুসারীরা।

খোঁজ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্যটন রাজধানীখ্যাত কক্সবাজারে অচলাবস্থা সৃষ্টি এবং মামলা-হামলার মূল কারণ হচ্ছে সুগন্ধা পয়েন্টে শুঁটকি মার্কেট তৈরি করা কোটি টাকা মূল্যের সেই জমিটি। যে মার্কেটের সামনে মোনাফকে সেদিন গুলি করা হয়। এ জমির দখল নিয়েই সরকার দলীয় প্রভাবশালীদের কয়েক গ্রুপে চলছে বিরোধ। এ ঘটনায় পক্ষে-বিপক্ষে রয়েছে একাধিক মামলাও। এ নিয়েই গত দুদিন ধরে উত্তপ্ত পর্যটন শহর কক্সবাজার।

শহরের হোটেল-মোটেল জোনের সুগন্ধা পয়েন্টের উত্তর পাশ সংলগ্ন প্রধান সড়কের পাশ ঘেঁষে বিরোধীয় জমিতে আড়াআড়িভাবে তৈরি করা হয়েছে দুটি মার্কেট। সোমবার (১ নভেম্বর) বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, মার্কেট দুটির একটির নাম দেওয়া হয়েছে ‘সুগন্ধা শুঁটকি মার্কেট’। অন্যটিতে কোনো সাইনবোর্ড নেই। তবে সামনে ঝোলানো হয়েছে বড় একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি।

যেখানে লেখা রয়েছে- চকরিয়া উপজেলার মরহুম ওমর মিয়ার স্ত্রী ছায়েরা খাতুন প্রকাশ ছারা খাতুন কর্তৃক ২০১৭ সালের মৌখিক দান ও উক্ত ছায়েরা খাতুন কর্তৃক সম্পাদিত বিগত ১৮/১১/২০১৯ তারিখের ৪৮২১ নম্বর দ্বিপাক্ষিক রেজিস্ট্রিকৃত চুক্তিনামা মূলে নিম্ন তফসিলের জমির মালিক ওবাইদুল হোছাইন গং। সম্প্রতি কয়েকজন দুষ্কৃতিকারী এ জমি দখলের অপচেষ্টা করলে কক্সবাজার বিজ্ঞ জেলা জজ প্রথম আদালতে ৪৯৯/১৯ নম্বর মোকদ্দমা দায়ের করা হয়। এছাড়া উক্ত মোকদ্দমায় বিগত ২৩/০৬/২০২১ তারিখের ২০ নম্বর আদেশ অনুবলে আদালত মামলার ১-১০ নম্বর বাদী যথাক্রমে নুরুল আবছার, নুরুল ইসলাম, কামাল হোসেন, মনির উদ্দিন, মমতাজ বেগম, সাকেরা বেগম, সেলিনা আক্তার, ইয়াসমিন আক্তার আঁখি, আসমাউল হোসনা ও মনি মুক্তা ও মামলার বিবাদী আতাউল্লাহ ছিদ্দিকী গংদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্ণিত তফসিলের জমি সংক্রান্তে যাবতীয় প্রকারের স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন।  

এছাড়া এ বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশনা মতে মামলার বাদী-বিবাদীসহ অন্যান্য দুষ্কৃতিকারীদের এ জমিতে প্রবেশ না করতে বলা হয়, করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। এছাড়া বিজ্ঞপ্তিতে জমির পরিমাণ কক্সবাজার পৌরসভার ঝিলংজা মৌজার এক একর ১০ শতক বলে দেখানো হয়।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, মাস দুয়েক আগে সাবেক ছাত্রলীগ নেতা মোনাফ সিকদারের সহযোগিতায় ওবাইদুল হোছাইন মার্কেট দুটি নির্মাণ করেন। দুটি মার্কেটে ৩৪টি দোকান রয়েছে। বেশিরভাগ দোকানই শুঁটকির। এর দক্ষিণ পাশের প্লটে তৈরি করা হচ্ছে একটি আধুনিক মানের রেস্টুরেন্ট। ব্যবসায়ীরা জানিয়েছে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী এ রেষ্টুরেন্ট নির্মাণ করছেন।

এ শুঁটকি মার্কেটের সামনে কথা হয় মোনাফ সিকদারের ছোট ভাই রানা সিকদারের সঙ্গে। তিনি বলেন, গত বুধবার রাত পৌনে ৯টার দিকে এ মার্কেটের সামনেই জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ সিকদারকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনার দিন আমি ও আমার ভাইসহ কয়েকজন মার্কেটের সামনে কথা বলছিলাম। এ সময় তিন যুবক মার্কেটের সামনে আসে। কিছু বুঝে ওঠার আগেই একজন আমার ভাইকে গুলি করে পালিয়ে যায়। বর্তমানে আমার ভাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  

কেন গুলি করেছে জানতে চাইলে রানা বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন। তবে গুলি যারা চালিয়েছে তাদের সবাই মাস্কপরা থাকায় কাউকে চিনতে পারেনি।

বিরোধীয় এ জমির মালিকানা বিষয়ে কথা বলতে চাইলে রানা বলেন, এ জমি নিয়ে আতাউল্লাহ ছিদ্দীকির সঙ্গে বিরোধ চলছে। তবে জমির মালিকানা বিষয়ে ওবাইদুল হোছাইন বিস্তারিত জানেন।

একাধিক সূত্র জানায়, আলোচিত এ জমির প্রকৃত মালিক চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকার ওমর মিয়ার স্ত্রী সায়রা খাতুন। এক একর ১০ শতক আয়তনের এ জমি নিয়ে এখনো মামলা চলমান রয়েছে। তবে বিরোধীয় জমি দখল করে মাস দুয়েক আগে ওবাইদুল হোছাইন গং শুঁটকি মার্কেট তৈরি করেন।  

যদিও মূল্যবান এ জমির দখল পেতে ক্ষমতাসীন দলের কয়েকটি প্রভাবশালী গ্রুপ সক্রিয় রয়েছে এবং বিরোধ চলছে।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের এক নেতা জানান, মূলত কয়েক কোটি টাকার এ জমিকে ঘিরে পক্ষে-বিপক্ষে ক্ষমতাসীন দলের কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে। সবাই জমিটি দখলে নিতে চায়। যে কারণে এতসব ঘটনা ঘটছে।

এদিকে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ সিকদারকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গত রোববার কক্সবাজার সদর মডেল থানায় পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মামলা করেন মোনাফ সিকদারের ভাই মো. শাহজাহান। এ মামলায় দুই নম্বর আসামি করা হয় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী। মামলার জের ধরেই গত রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মেয়রের অনুসারী ও কর্মী-সমর্থকরা মামলা প্রত্যাহারের দাবিতে তিন ঘণ্টা কক্সবাজার শহর অচল করে রেখেছিল।

অন্যদিকে মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গত সোমবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কর্মবিরতি দিয়ে নাগরিক সেবা বন্ধ রেখেছিল পৌর পরিষদ। পরে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও জেলা প্রশাসনের আশ্বাসে কর্মবিরত প্রত্যাহার করা হয়।  

এ বিষয়ে কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী জানান, সামনে জেলা আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে দলের একটি প্রভাবশালী গ্রুপ ষড়যন্ত্রমূলকভাবে মামলা করিয়েছে। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আশ্বাসে কর্মবিরতি ও আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, মোনাফকে গুলি করার ঘটনার দিন আমি কক্সবাজার ছিলাম না। সামনে জেলা আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে দলের একটি গ্রুপ আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ মামলাটি করিয়েছেন।

আরও পড়ুন...
** প্রভাবশালী নেতার ইন্ধনে মেয়র মুজিবুরের নামে মামলা
** অচল কক্সবাজার, ৫০ হাজার পর্যটক বিপাকে
** কক্সবাজারের পরিস্থিতি স্বাভাবিক, যান চলাচল শুরু


বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।