ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সড়কে পড়ে আছে বাইক, পাশে দুই ভাইয়ের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
সড়কে পড়ে আছে বাইক, পাশে দুই ভাইয়ের লাশ

ময়মনসিংহ: সড়কে পড়ে আছে বাইক, পাশে দুই ভাইয়ের লাশ-এমন হৃদয় বিদারক দৃশ্যই দেখতে হয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজীর শিমলা এলাকার লোকজনকে।  

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র তৌহিদুল ইসলাম (২৪) ও তার বড় ভাই ফিরোজ মোর্শেদ (৩৫) প্রাণ হারাণ।

 

নিহতরা জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়া এলাকার আজিজুল হকের ছেলে।

নিহতদের মধ‍্যে ফিরোজ মোর্শেদ গাজীপুরে ডিবিএল সিরামিকসে চাকরি করেন। তার ছোট ভাই তৌহিদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।  

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

জানা যায়, ফিরোজ গাজীপুরের নয়পুরে থাকতেন। আর তৌহিদুল গত শুক্রবার ঢাকায় বিসিএস পরীক্ষা দিয়ে গাজীপুরে ভাইয়ের বাসায় যান। সেখান থেকে দুই ভাই সকালে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি নান্দিনা খড়খড়িয়ায় যাচ্ছিলেন। পথে কাজীর শিমলা নামক স্থানে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান।  

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ এর চালককে আটক করা হয়েছে বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।