ঢাকা: রাজধানীর মহাখালীতে বাসের ধাক্কায় রনি (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গসা গ্রামের ভ্যানচালক অলিউল্লাহর ছেলে রনি। দুই ভাইবোনের মধ্যে ছোট ছিল সে। পরিবারের সঙ্গে থাকতো মহাখালী সাততলা বস্তিতে। ওই বস্তিতে একটি মাদ্রাসায় পড়তো সে।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া বাবা অলিউল্লাহ জানান, মহাখালী ডিওএইচএস থেকে ভ্যানে করে ইট নিয়ে যাচ্ছিলেন সাততলা বস্তিতে। ভ্যানটি পেছন থেকে ঠেলছিল রনি। পথে মহাখালী ফ্লাইওভার ব্রিজের নিচে বিআরটিসি পরিবহনের একটি দ্বিতল বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে যায় আর রাস্তায় ছিটকে পড়ে রনি। তখন ওই বাসের চাকা রনির কোমড়ের উপর দিয়ে উঠে যায়। এতে তিনি সামান্য আঘাত পেয়েছেন। পরে পথচারীদের সহায়তায় রনিকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে কথা হলে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, শুনেছি বিআরটিসি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে যাচ্ছি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এজেডএস/আরবি