ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সালথায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
সালথায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খন্দকার সাইফুর রহমান শাহিনের প্রচার মাইক ভাঙচুর ও হামলার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২ অক্টোবর) দিবাগত রাতে ইউনিয়নের ভড়বল্লভী এলাকায় এ ঘটনা ঘটে বলে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ।

এ বিষয়ে হামলার শিকার হওয়া প্রচার ভ্যানের ড্রাইভার জুয়েল বাংলানিউজকে জানান, আমি মাইক নিয়ে ভড়বল্লভদী পুরাণ ভিটা নামক স্থানে গেলে নৌকার প্রার্থী নুরুল ইসলামের সমর্থক আউয়াল মুন্সি, জামাল ফকিরসহ তার লোকজন এসে আমার প্রচার মাইকের ওপর হামলা করে আমাকে চড় থাপ্পর মারে। এসময় পোস্টার ছিড়ে মাইক ভেঙ্গে ফেলে। এছাড়া আনারস মার্কার প্রচার মাইক নিয়ে এ এলাকায় আসতে নিষেধ করা হয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী খন্দকার সাইফুর রহমান শাহিন বাংলানিউজকে জানান, নির্বাচনের আচরণবিধি মেনে আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি। এ অবস্থায় আগে যারা আমাকে হত্যার চেষ্টা চালিয়েছিল আজও তারাই আমার প্রচারের গাড়ি, সমর্থক ও মাইকের ওপর হামলা চালায়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে বক্তব্য নিতে বল্লভদী ইউনিয়নে আ. লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. আসিকুজ্জামান বাংলানিউজকে বলেন, মাইক ভাঙচুরের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।