ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কীটনাশক পানে জীবন মিয়া (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২ নভেম্বর) রাত সাড়ে ১২টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জীবন মিয়া ফুলপুর উপজেলার পয়ারী গ্রামের রুহুল আমিনের কনিষ্ঠ পুত্র। সে ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রেম সংক্রান্ত ঘটনায় ১ নভেম্বর ভোরে জীবন মিয়া নিজ বাড়িতে কীটনাশক পান করে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ২ নভেম্বর রাতে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, জীবন মিয়া স্থানীয় এক স্কুল ছাত্রীকে পছন্দ করত। গত রবিবার ওই স্কুল ছাত্রীকে জীবন মিয়া প্রেমের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান হয়। এ নিয়ে জীবন মিয়া মানসিক যন্ত্রণায় ভুগছিল।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এনএইচআর