ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

৮ রোহিঙ্গা শিবির থেকে এক মাসে ৬০ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
৮ রোহিঙ্গা শিবির থেকে এক মাসে ৬০ আসামি গ্রেফতার রোহিঙ্গা শিবির।

কক্সবাজার: রোহিঙ্গা শিবিরে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্ম এলাকার ৮টি রোহিঙ্গা শিবিরে বিশেষ অভিযান চালিয়ে এক মাসে ৬০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

 

বুধবার (৩ নভেম্বর) এপিবিএন এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক জানান, অক্টোবর মাসে হোয়াইক্যং চাকমারকুল উনচিপ্রাং, শামলাপুর লেদা আলিখালি, শালবাগান, জাদিমুরা ও নয়াপাড়াসহ ১৬ এপিবিএন এর অধীন ৮টি রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসী ও মাদক চোরাচালানসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৬০ জন আসামিকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এসব অভিযানে ২ হাজার ২০৪ পিস ইয়াবা, দেশীয় ৩২ লিটার চোলাই মদ, দেশীয় তৈরি এলজি পাঁচটি, একনলা বন্দুক চারটি, রামদা ও কিরিজ ১৪টি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় ৩৪টি মামলা দায়ের করা হয়।  

গ্রেফতারদের মধ্যে কথিত আরসার সক্রিয় আট সদস্য রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।