ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সোনাতলায় চেয়ারম্যানসহ ৪ জন ছুরিকাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
সোনাতলায় চেয়ারম্যানসহ ৪ জন ছুরিকাহত আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

বগুড়া: পৌর নির্বাচন পরবর্তী সহিংসতায় বগুড়ার সেনাতলা উপজেলা চেয়ারম্যানসহ ৪ জন ছুরিকাহত হয়েছেন।

বুধবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চারজন হলেন- সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মীনহাদুজ্জামান লিটন, উপজেলা যুবলীগের সভাপতি নাহিদ হাসান জিতু, সাধারণ সম্পাদক উৎপল চন্দ্র ও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোমিনুল ইসলাম সোহেল।

ছুরিকাঘাতের ঘটনার পর উপজেলা চেয়ারম্যান ও নব নির্বাচিত মেয়রের কর্মী ও সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। পুলিশ উভয়পক্ষের মধ্যে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ছুরিকাহত চারজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ নবেম্বর) সোনাতলা পৌরসভার ভোট চলাকালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ ন্নানু (নব নির্বাচিত মেয়র) কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পরিদর্শনে গিয়ে ধাওয়ার মুখে পরেন। ওই ঘটনার জের ধরে বুধবার দুপুরে মেয়র ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সেসময় উপজেলা চেয়ারম্যানসহ আহত অন্যরা সেখানে গেলে সংঘর্ষ বাধে। এ সময় তাদের ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। শজিমেকে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহিয়া কামাল।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয়পক্ষ এ নিয়ে মুখোমুখি অবস্থান নিলে পুলিশ তাদের হটিয়ে দেয়। এখন সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।