ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে মুবারজান বেগম (৩৪) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছেন তার স্বামী।

বুধবার (৩ নভেম্বর) ভোরে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে  বলে ধারণা করেছে পুলিশ।

ঘাতক স্বামী মো. জাফরকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

নিহত মুবারজান (৩৪) জাদিমুড়া শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি/৬ এর বাসিন্দা ছিলেন।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী মো. জাফর নিজেই গলা কেটে তার স্ত্রীকে হত্যা করেছেন বলে আমরা জেনেছি।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাফরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।