কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে মুবারজান বেগম (৩৪) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছেন তার স্বামী।
বুধবার (৩ নভেম্বর) ভোরে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করেছে পুলিশ।
ঘাতক স্বামী মো. জাফরকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
নিহত মুবারজান (৩৪) জাদিমুড়া শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি/৬ এর বাসিন্দা ছিলেন।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী মো. জাফর নিজেই গলা কেটে তার স্ত্রীকে হত্যা করেছেন বলে আমরা জেনেছি।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাফরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এসবি/এমজেএফ