ঢাকা: রাজধানীর বাড্ডায় পিকআপ ভ্যানের ওপর খেলতে উঠে সেখান থেকে পড়ে লাবহান হোসেন রাইয়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়মনসিংহ গফরগাঁও উপজেলার বারৈহাটি গ্রামের ব্যাংক কর্মকর্তা ইমরান হোসেন রুবেল ও নুরজাহান রহমান চিশতী দম্পতির একমাত্র ছেলে রাইয়ান। শিশুটির বাবা থাকেন বাড্ডা লিংক রোডে। তবে পারিবারিক দ্বন্দ্বের কারণে সন্তান নিয়ে বাড্ডার বড় বেরাইদ বাজার এলাকায় থাকতেন নুরজাহান।
শিশুটির ফুফু নার্গিস আক্তার ও স্বজনরা জানান, গতকাল মঙ্গলবার বিকেলে বাসার সামনের রাস্তায় থেমে থাকা একটি পিকআপ ভ্যানে খেলছিল ৪/৫ জন বাচ্চা। এটি দেখে রাইয়ানও পিকআপ ভ্যানে উঠে তাদের সঙ্গে খেলছিল। ঢালু রাস্তায় থাকা ভ্যানটি হঠাৎ চলতে শুরু করলে, রাইয়ান ভ্যানের ওপর থেকে নিচে পড়ে যায়। এতে ওই ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আঘাত পায় শিশুটি।
পরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনায় আহত এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে খবর পেয়েছি। বিস্তারিত জানার জন্য টিম পাঠানো হয়েছে।
শিশুটির বাবা ইউসিবি ব্যাংকের গুলশান কর্পোরেট শাখার জুনিয়র অফিসার ইমরান হোসেন রুবেল অভিযোগ করে জানান, আজ সকালে সন্তানের দুর্ঘটনার খবর দেওয়া হয় তাকে। খবর শুনে হাসপাতালে এসে তিনি যখন ছেলেকে দেখতে চান তখন তাকে মারধর করা হয়। ছেলের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি তাকে।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এজেডএস/এমজেএফ