পাবনা (ঈশ্বরদী): বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে আজ নতুন মাত্রায় নিয়ে গেছেন। শেখ হাসিনার অগ্রগতিকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা হৃদয়ে লালন করে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।
বুধবার (৩ নভেম্বর) সকালে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় উত্তরবঙ্গের প্রখ্যাত শ্রমিকনেতা, বীর-মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ এ কথা বলেন।
তিনি বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করতে, পরিকল্পিত হত্যাকাণ্ডের মাধ্যামে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল স্বাধীনতাবিরোধী অপশক্তি। আজকে শেখ হাসিনা সকল বাধা অতিক্রম করে দেশকে একটি সমৃদ্ধশালী উন্নত বিশ্বের কাতারে নিয়ে গেছেন।
এর আগে, পাকশি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে পাকশি রেলওয়ে ফুটবল মাঠ সংলগ্ন আমতলা দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা শেষে বক্তব্য ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর-মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুল, যুগ্ন সম্পাদক রেজাউল করিম রাজা, পাকশী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান, সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুজ্জামান পিন্টু ,রেল শ্রমিকলীগ পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দার, সম্পাদক নজরুল ইালাম, পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তরিকুল ইসলাম রঞ্জু, পাকশী ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মেজবুল হোসেন, পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান শিমুল।
এসময় আরও উপস্থিত ছিলেন- পাকশী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ০৩ নভেম্বর, ২০২১
জেডএ