ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে অস্ত্র মামলায় যুবকের ১৫ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
বান্দরবানে অস্ত্র মামলায় যুবকের ১৫ বছর কারাদণ্ড বান্দরবানে অস্ত্র মামলায় যুবকের ১৫ বছর কারাদণ্ড

বান্দরবান: বান্দরবানে বিশেষ ট্রাইব্যুনাল মামলায় এক যুবকেকে ১৫বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার (৩ নভেম্বর) দীর্ঘ ১১বছরের শুনানি শেষে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু হানিফের আদালত এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি হলেন- চট্টগ্রামের রাঙ্গুনীয়া থানার কমলাছড়ি ফরেস্ট এলাকার বাসিন্দা অংক্যহ্লা মার্মার পুত্র সাচি মং মার্মা।

রায়ে দণ্ডপ্রাপ্ত আসামির হাজতবাসকাল তার ওপর আরোপিত দণ্ড হতে বিয়োজন হবে বলেও নির্দেশনা দেওয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তপন কুমার দাশ, আর আসামি পক্ষের অ্যাডভোকেট ছিলেন মো. ইকবাল করিম।

মামলার সূত্রে জানা যায়, ২০১১সালের ৩ জুলাই বান্দরবানে সেনাবাহিনী, পুলিশ ও আনসারের একটি দল কুহালং ইউনিয়নের ডুলুপাড়া আর্মি ক্যাম্পের পশ্চিমে চাকমা পাড়ায় পেছনে টহল দিচ্ছিলো। এ সময় টহল দলকে দেখে পালানোর সময় আসামি সাচি মং মার্মাকে আটক করা হয়।

পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি পুরাতন সচল রাইফেল, রাইফেলের তাজা গুলি, ২টি ফুল হাতা সেনাবাহিনীর অনুরুপ কম্বাট শার্ট, ১টি প্যান্ট, জলপাই ও গাঢ় নীল রংয়ের গুলি ও ম্যাগাজিন রাখার বান্ডুলারসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত সামগ্রী ও আসামির বিরুদ্ধে বান্দরবান থানায় বিশেষ ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।