ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অভিযান চালিয়ে চার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন মাদক মামলার আসামি এবং অন্য তিনজন নারী ও শিশু অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
বুধবার (৩ নভেম্বর) গ্রেফতারদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
মাদক মামলার আাসামি হচ্ছেন- রবিন শেখ এবং ওয়ারেন্টভুক্ত আসামিরা হচ্ছেন- উপজেলার গুড়দিয়া গ্রামের মফিজুর রহমান, শেখর গ্রামের লিটন শেখ ও বারাংকুলা গ্রামের তৌহিদ।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে পৌরসভার কামারগ্রাম এলাকা থেকে গাঁজাসহ রবিনকে গ্রেফতার করা হয়। ওই দিন রাতেই অভিযান চালিয়ে নারী ও শিশু অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করা হয়।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এস.আই) আ. রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
জেডএ