পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে উপজেলা সদরের বালিকা বিদ্যালয়ের জমি দখল করে দোকান তৈরি করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (০৩ নভেম্বর) ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় পৃথক অভিযোগ জানান।
জানা গেছে, বিদ্যালয়ের পশ্চিম পাশের ভবন সংলগ্ন জমি স্থানীয় পলাশ খান নামের এক যুবক দখল করে সেখানে রেস্টুরেন্ট ও ফলের দোকান স্থাপন করেন। এছাড়াও রাতের আঁধারে পাকা ভবন তৈরি করতে ইটের গাঁথুনি দিচ্ছেন। এ কাজে শিক্ষকরা বাঁধা দিলে তাদেরকে হুমকি দেন পলাশ। এর আগে পলাশ মাদকসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, অভিযোগ পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে সেখানে গেলে অভিযুক্ত পলাশকে পাওয়া যায় নি। ছাড়াও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৮৪০, নভেম্বর ৩, ২০২১
কেএআর