ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে-স্মার্টফোনে আসক্তিকে লাল কার্ড শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
বাল্যবিয়ে-স্মার্টফোনে আসক্তিকে লাল কার্ড শিক্ষার্থীদের লাল কার্ড হাতে শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদক, বাল্যবিয়ে, স্মার্টফোনে আসক্তি ও দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে শিক্ষার্থীরা।  

বুধবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার কাছারী পয়ড়াডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শন করে শপথ বাক্য পাঠ করে।

সামাজিকভাবে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে উল্লিখিত বিষয়গুলোর কুফল সম্পর্কে করার মাধ্যমে আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

এসময় আয়োজিত আলোচনাসভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম মণ্ডল, মোস্তাফিজুর রহমান, সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক রেদওয়ান আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।