ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিবপুরে ডাকাত সর্দারকে গলাকেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
শিবপুরে ডাকাত সর্দারকে গলাকেটে হত্যা ...

নরসিংদী: নরসিংদীর শিবপুরে শরীফ মিয়া (৪০) নামে এক ডাকাত সর্দারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩ নভেম্বর) সকালে উপজেলার কালুয়াকান্দা দক্ষিণ পাড়ার বাচ্চু মোক্তারের বাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পরে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত শরীফ উপজেলার সাধারচর ইউনিয়নের তাতারকান্দি এলাকার ইসমাইল মিয়ার ছেলে। তার নেতৃত্বে বিভিন্ন এলাকায় তার দলের সদস্যরা ডাকাতি করতো।

নিহত শরীফের বড় ভাই জুয়েল মিয়া বলেন, মঙ্গলবার সন্ধ্যায় শরীফ বাড়ির কাজ শেষ করে বাইরে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিলাম না। পরে রাত ২টায় খবর পাই শরীফের মরদেহ মোক্তার মেম্বারের বাড়ির সামনে পড়ে আছে। আজকে আমার মেয়ের বিয়ে ছিল। কিন্তু সবাই এখন হাসপাতালে ভাইয়ের মরদেহ নিয়ে যাওয়ার অপেক্ষায় আছি। বাড়িতে গিয়ে আলোচনা করে থানায় মামলা করবো।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া বলেন, শরীফ একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে তিনটি ডাকাতি, চারটি হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাত দলের ভেতরের দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। আর ব্যাপারে এখনো থানায় অভিযোগ দায়ের করেনি কেউ। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নিবো।

বাংলাদেশ সময়: ১৮৪৫, নভেম্বর ৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।