বরগুনা: ৩৬টি ফেন্সি (বিদেশি) জাতের কবুতর চুরির ঘটনায় আমতলী থানায় লিখিত অভিযোগ করেছেন আমেনা খাতুন।
মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তিনি এ অভিযোগ করেন।
প্রবাসী মামুনের স্ত্রী আমেনা খাতুনের অভিযোগ, বাড়ির ছাদে বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি জাতের কবুতর পুষতেন। গত শুক্রবার সকালে আমেনা খাতুন কবুতরকে খাবার দিতে গিয়ে দেখতে পান চুরি হয়ে গেছে কবুতর। তবে সোমবার সন্ধ্যার দিকে পরিত্যক্ত পুকুরে দুটি বস্তা পুকুর থেকে উদ্ধার করে বাড়ির আঙিনায় নিয়ে আসেন। বস্তা খুলে দেখেন ভেতরে ইটের টুকরো এবং ৩৬টি কবুতর।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, আমতলী থানার চলাভাঙ্গা গ্রামের প্রবাসী আল মামুন তার বাড়ির ছাদে ১৮ জোড়া কবুতর চুরি হয়ে গেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এনটি