বরগুনা: বুড়িশ্বর নদীতে পানির চাপ বেশি থাকায় শহর রক্ষা বাঁধে ফাটল ধরছে। বেড়িবাঁধ রক্ষায় জেলা প্রশাসনের নির্দেশক্রমে স্থানীয় প্রশাসন কাজ করছে।
স্থানীয় সরকার সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে আমতলী পৌর শহরকে পায়রা নদীর ভাঙন থেকে রক্ষায় ফেরিঘাট এলাকা থেকে পাউবোর অফিস পর্যন্ত ১২০০ মিটার সিসি ব্লক স্থাপন করা হয়। বর্তমানে নদীর অস্বাভাবিক জোয়ারে দুর্বল অনেক ব্লক ভেঙে নদীতে বিলিন হয়ে যাচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে বিলিন হয়ে যেতে পারে আমতরীর পাউবো অফিস, খাদ্যগুদাম, মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লঞ্চঘাট ও ফেরিঘাটসহ সহস্রাধিক বাড়িঘর।
আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, বুড়িশ্বর নদীর তীরে অবস্থিত শহর রক্ষা বাঁধ সংস্কার করা না হলে ভাঙনের ভয়াবহতা আরও বৃদ্ধি পাবে। ঘূর্ণিঝড়, সিডর, আইলা, মহাসেন, রোয়ানু, বুলবুল ও আম্ফানের প্রভাবে আমতলী পৌর শহর সংলগ্ন বুড়িশ্বর নদীর সিসি ব্লক ভেঙে যাচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে দ্রুত সিসি ব্লক নির্মাণের দাবি জানাচ্ছি।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আজিজুর রহমান সুজন বাংলানিউজকে বলেন, আমি বাঁধটি পরিদর্শন করার জন্য জনবল পাঠিয়েছি। আমতলী পৌর শহর রক্ষায় বুড়িশ্বর নদীর ব্লক সংস্কারের প্রস্তাবনা দিয়েছি।
পাউবোর বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. কায়সার আলম বাংলানিউজকে বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শহর রক্ষা বাঁধসহ নদী ভাঙন রোধে প্রস্তাবনা দেওয়া হয়েছে। আপাতত জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন ঠেকানো হচ্ছে। বাজেট পাওয়া গেলে কার্যক্রম শুরু করা হবে।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
জেডএ