ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
ঢামেকে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

ঢাকা: মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি রুস্তম আলী (৮১) মারা গেছেন।

বুধবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। রুস্তম আলী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কালিয়ান গ্রামের মৃত মেফর আলীর ছেলে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারারক্ষী মো. এমদাদুল বলেন, সকালে কারাগারের ভেতরে বুকে ব্যথা অনুভব করেন রুস্তম আলী। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত ২১ অক্টোবর ঈশ্বরগঞ্জ আঠারোবাড়ি (রায়ের বাজার) থেকে মানবতাবিরোধী অপরাধ মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।  

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।