বেনাপোল (যশোর): শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ সুরুজ মিয়া (২৫) নামে এক আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ৬।
বুধবার( ৩ নভেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রাম থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৬জানিয়েছে, গোপন সূত্রে তারা জানতে পারে বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে সন্দেহভাজন এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করে দেহ তল্লাশি করলে কোমরে লুকানো অবস্থায় একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, সন্ধ্যায় র্যাব-৬ একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগজিন ও গুলিসহ এক ব্যক্তিকে অস্ত্র মামলা দিয়ে তাদের কাছে হস্তান্তর করেছে। তাকে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়ঃ ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
এমএমজেড