ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

৫ শিশুর জন্ম: মারা গেল ছেলে শিশুটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
৫ শিশুর জন্ম: মারা গেল ছেলে শিশুটি

কুষ্টিয়া: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ৫ শিশুর মধ্যে ছেলে শিশুটি মারা গেছে। এছাড়া চার মেয়ে শিশুর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা।

বুধবার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ৫ শিশুর মধ্যে ছেলে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে নিশ্চিত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নাজিম উদ্দিন।

তিনি জানান, শিশু পাঁচটি জন্মের সময় অপরিপক্ব অবস্থায় জন্ম নিয়েছে। তাদের ওজন অনেক কম। তাদের জন্য প্রযোজনীয় সাপোর্ট এখানে নেই। তাই আমরা শিশুগুলোকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিচ্ছি। এর মধ্যে, ছেলে শিশুটি বুধবার সকালে মারা গেছে। এছাড়া আরো চার কন্যা শিশুর অবস্থাও বিপদমুক্ত নয়। তবে শিশুগুলোর মা সুস্থ রয়েছেন।

শিশুগুলোর পিতা সোহেল রানা বাংলানিউজকে জানান, আমি ছোট একটি চায়ের দোকান চালায়। আমার পক্ষে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো সম্ভব না। তাই সমাজের বিত্তবানদের আমার সন্তানদের বাঁচানোর জন্য সাহায্যের আহ্বান জানাচ্ছি।

গত মঙ্গলবার (০২ নভেম্বর) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে একসঙ্গে ৫ সন্তান প্রসব করেন সাদিয়া খাতুন নামের এক গৃহবধূ। এরপর থেকেই শিশুগুলো কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছে।  

>>> কুষ্টিয়ায় পাঁচ সন্তান জন্ম দিলেন নারী

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।