মাদারীপুর: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বৃহস্পতিবার (৪ নভেম্বর) থেকে রাত ৮টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি ছিল।
জানা গেছে, পদ্মায় পানি ও স্রোতের গতিবেগ কম থাকায় বৃহস্পতিবার থেকে সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত এ নৌরুটে লঞ্চ চলাচল করবে। এর আগে স্রোতের তীব্রতা থাকায় দুর্ঘটনা রোধে সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত লঞ্চ চলাচল করতো। বৃহস্পতিবার থেকে শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌরুটে লঞ্চ চলাচলে দেড় ঘণ্টা সময় বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে বর্ষা মৌসুমে
নদীতে সাত-আট নট গতিতে স্রোত প্রবাহিত হলেও বর্তমানে স্রোত কমে তিন নট গতিতে বইছে। স্রোতের গতি কমে আসায় লঞ্চ চলাচলের সময় বাড়ানো হলো। বর্তমানে এ দুই নৌরুটে মোট ৮৭টি লঞ্চ রয়েছে। এর মধ্যে শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ২০টি ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৬৭টি লঞ্চ চলাচল করছে।
বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, নদীপথ শান্ত থাকায় লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয়েছে। তাছাড়া যাত্রীদেরও বেশ চাপ থাকে লঞ্চে। স্রোত কমে যাওয়ায় নৌরুট স্বাভাবিক রয়েছে এখন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
এসআই