ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দুই মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৪৬ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
দুই মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৪৬ জন রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

ঢাকা: সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৭০৮টি। এসব দুর্ঘটনায় নিহত ৮৪৬ জন এবং আহত হয়েছেন এক হাজার ৫৭ জন।

নিহতদের মধ্যে শিশু ৯২ এবং নারী ১২১ জন।

এ সময়ে ১৭টি নৌ দুর্ঘটনায় ২৮ জন নিহত, নয়জন আহত এবং নিখোঁজ রয়েছেন ১৫ জন। ৩২টি রেলপথ দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং আহত হয়েছে ছয়জন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন।  

সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজপোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে তারা।

দুর্ঘটনায় যানবাহন ভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ৩৪৮ জন, বাসযাত্রী ৫৪ জন, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-ট্রাক্টর-ট্রলি যাত্রী ৪৯ জন, মাইক্রোবাস-প্রাইভেটকার-অ্যাম্বুলেন্স যাত্রী ১৬ জন, থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-টেম্পু-লেগুনা) ১৪৩ জন, শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-আলমসাধু-বোরাক-মাহিন্দ্র-টমটম) ৩৩ জন এবং প্যাডেল রিকশা-রিকশাভ্যান-বাইসাইকেল আরোহী নয়জন নিহত হয়েছেন। এর সঙ্গে নিহত হয়েছেন ১৯৪ জন পথচারী।

প্রতিবেদনে বলা হয়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১৭৮টি দুর্ঘটনায় নিহত ২০১ জন। সবচেয়ে কম রংপুর বিভাগে। ৪৬টি দুর্ঘটনায় নিহত ৫৫ জন।  

একক জেলা হিসেবে ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ৩৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত। সবচেয়ে কম রাঙ্গামাটি জেলায়। তিনটি দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হননি।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।