মাগুরা: মাগুরার মধুমতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে মধুমতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা হয়।
গোপালনগর ঘাট থেকে শুরু হয়ে থানা ঘাট এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় নদী পাড়ে লাখো দর্শক নৌকা বাইচ উপভোগ করেন। গোপালগঞ্জ, মাদারীপুর, খুলনা ও পাবনাসহ বিভিন্ন জেলার ২৮টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা ২ আসনের সাংসদ ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
খুলনার তেরোখাদার আব্দুস সালাম মুর্সিদীর নৌকা সোনার তরী প্রথম স্থান অধিকার করে ৩০ হাজার টাকা পুরস্কার পেয়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গার মোকলেস মোল্লার নৌকা সবুজ সাথী দ্বিতীয় স্থান ও গোপাল গঞ্জের আলফাডাঙ্গার হারান মাঝির নৌকা জলপরি তৃতীয় স্থান অধিকার করে। তাদের যথাক্রমে ২০ হাজার ও ১৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।
আয়োজকরা বলেন, এক সময় মধুমতি নদীতে প্রচুর পানি থাকতো। সেসময় এখানে নিয়মিত নৌকা বাইচ হতো। বিভিন্ন কারণে এখন এখানে নৌকা বাইচ নিয়মিত হয় না। এ বছর স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আমরা এ প্রতিযোগিতার আয়োজন করেছি।
নৌকাবাইচ উপলক্ষে নদীর দুই পাড়ে মেলা শুরু হয়েছে। মেলা চলবে আরও কয়েকদিন। মেলায় মিষ্টি, শিশুদের খেলনা, চারু-কারু পণ্য, প্রসাধনীসহ নানা পন্যের কয়েক’শ স্টল বসেছে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এনটি