ঢাকা: দেশে সাম্প্রদায়িক উস্কানি কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
তিনি বলেন, বাংলাদেশ বিরোধী কিছু চক্র সোশ্যাল মিডিয়ায় দেশ ও প্রধানমন্ত্রীকে নিয়ে নোংরামি করছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে যুক্তরাষ্ট্র সফর শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মুরাদ হাসান বলেন, আমাদের দেশে যারা মাদ্রাসায় পড়ালেখা করে তাদের সবাইকে আমরা ভালোবাসি, আদর করি। মাদ্রাসার ছাত্রদের জন্য ভালো রান্না করে পাঠাই বা ভালো বাজার করে দেই। এটা বাঙালির ঐতিহ্য, প্রত্যেক বাঙালির মধ্যে আছে। মাদ্রাসায় পড়া ছাত্ররা খারাপ পথে যেতে পারে না, একদল নিকৃষ্ট দেশবিরোধী গোষ্ঠী এ কোমলমতি ছাত্রদের হিপনোটাইজড করে বিপথে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, এদের মদদেই পূজামণ্ডপে হামলা হচ্ছে, হিন্দু ভাইদের নির্যাতন করছে, এরা আসলে মানসিক বিকারগ্রস্ত। এসব অপশক্তিকে রুখতে হবে এখনই। এদের কোনো ক্ষমা নয়। এরাই ধর্ম নিয়ে রাজনীতি করে দেশকে অস্থিতিশীল করছে, বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। এসবের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কী একাই কথা বলবে? আমরাও বলবো, আর চুপ থাকা যায় না।
ওয়াশিং ডিসি এর হাইকমিশনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আমার অস্তিত্ব আমি বাঙালি, আমি বঙ্গবন্ধুর দেশের নাগরিক। আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। বঙ্গবন্ধু যে সংবিধান রচনা করেছে সেই সংবিধান আমি বিশ্বাস করি। বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা ছাড়া কোনো কিছু নেই। যে যাই বলুক এর বাইরে আমি কিছুই বলবো না। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িক বাংলাদেশ ছাড়া অন্য কিছু নয়।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
জিসিজি/আরবি