ঢাকা: অসৎ উদ্দেশে অবৈধভাবে নিয়োগ ও পদোন্নতি পাওয়ায় শাহজাদপুর পৌরসভার সাবেক উপ-সহকারী প্রকৌশলী মো. মশিউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
অসৎ উদ্দেশে অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে অবৈধভাবে নিয়োগ ও পদোন্নতি পাওয়ায় ১৯৪৭ সনের (২নং আইন) দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনার সহকারী পরিচালক মো. শহীদুল আলম সরকার বাদী হয়ে শাহজাদপুর পৌরসভার সাবেক উপ-সহকারী প্রকৌশলী মশিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনায় একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এসএমএকে/আরআইএস