পিরোজপুর: পিরোজপুরে পিস্তলসহ মো. শিপন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে তাকে শহরের বলেশ্বর ব্রিজের টোল ঘর এলাকা থেকে আটক করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিপনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
পিরোজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসাইন জসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে বলেশ্বর ব্রিজের টোল ঘর এলাকা থেকে পিস্তলসহ শিপনকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল পাওয়া যায়। এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
এসআই