ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

২৫ টাকার ভাড়া ১০০! 

জি এম মুজিবুর, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
২৫ টাকার ভাড়া ১০০! 

ঢাকা: হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার ডিজেল-কেরোসিনের দাম ১৫ টাকা বাড়ানো হয়েছে।

এর প্রতিবাদে শুক্রবার (০৫ নভেম্বর) সকাল থেকে সারা দেশে বাস-ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকরা। ফলে রাজধানীসহ সারা দেশেই সাধারণ মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।

রাজধানীতে অটোরিকশা, রিকশা ও বাইকের ভাড়া প্রায় চার গুণ হয়ে গেছে।  ২৫ টাকার ভাড়া ১০০ টাকা দিয়ে যেতে হচ্ছে।

শুক্রবার ছুটির দিনে ঢাকায় সরকারি-বেসরকারি অসংখ্য নিয়োগ পরীক্ষা আছে। বৃহস্পতিবার সারা দেশ থেকে পরীক্ষার্থীরা ঢাকায় এসেছেন। কিন্তু সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে তারা বিপাকে পড়েন।  রিকশা-অটোরিকশা-বাইক পাওয়া গেলেও ভাড়া গুনতে হচ্ছে চারগুন। ১০০ টাকার ভাড়া দিতে হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা।

চাকরির পরীক্ষার্থী মো. সুমন বাংলানিউজকে বলেন, পরিসংখ্যান ব্যুরোতে পরীক্ষা দিতে আমি ময়মনসিংহ থেকে বৃহস্পতিবার রাতে ঢাকায় এসেছি। এখন মোহাম্মদপুরে যাব।  কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। এক ঘণ্টা ধরে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে দাঁড়িয়ে আছি। জানি না কীভাবে আমি পরীক্ষা সেন্টারে দশটার ভেতর পৌঁছাতে পারবো।

সিএনজিতে করে এক যাত্রী গুলিস্তান যাওয়ার পথে বাংলানিউজকে বলেন, আমি প্রতিদিন ২৫ টাকায় গুলিস্তানে যাই, আজ সিএনজি শেয়ার করে ১০০ টাকায় গুলিস্তান যেতে হচ্ছে।

বুধবার (০৩ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি গেজেটে লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে ডিজেল ও কেরোসিনের দাম।  

 

>>> অটোরিকশা-বাইকের ভাড়া ৪ গুণ!

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ০৫,২০২১ 
জিএমএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।