বান্দরবান: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের মত পার্বত্য জেলা বান্দরবানের ও চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে বাস-ট্রাকসহ সকল পণ্যবাহী পরিবহণ চলাচল।
শুক্রবার (৫ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
ছোট ছোট যানবাহনে বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছে মানুষ। ধর্মঘটের কারণে বান্দরবান থেকে চট্টগ্রাম, রাঙামাটি ও ঢাকার উদ্দেশ্যে কোনো যানবাহন ছেড়ে যায়নি আজ। আর দূরপাল্লার কোনো বাসও জেলা শহরে প্রবেশ করেনি।
বান্দরবান পূর্বানী চেয়ারকোচ মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝন্টু বাংলানিউজকে বলেন, তেলের দাম বৃদ্ধির প্রতিবাদসহ বেশ কয়েকটি দাবি পূরণের জন্য আমাদের এ পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে। আমরা কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে পার্বত্য জেলা বান্দরবানে এ ধর্মঘট পালন করছি।
বাংলাদেশ সময়: ১২০৫ নভেম্বর ০৫, ২০২১
জেডএ