ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জুতার কারখানা

দাহ্য পদার্থে ভয়াবহ রূপ নেয় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
দাহ্য পদার্থে ভয়াবহ রূপ নেয় আগুন ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাটে জুতা তৈরির কারখানায় প্রচুর রাবার জাতীয় কাঁচামাল ও ডিওপি তেল ছিল। সেখান থেকে ঘটে আগুনের সূত্রপাত।

আর সেই আগুন মূহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পাশে থাকা মদিনা কাঁচাবাজারে। এতে আলু-পেঁয়াজ, পানসহ বিভিন্ন সবজি আগুনে পুড়ে যায়। মূলত দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে কারখানার পাঁচজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া প্রাণে বাঁচতে ভবন থেকে লাফ দেন দুই শ্রমিক। নিহত ও আহতদের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিডফোর্ট) পাঠানো হয়েছে। জানা গেছে, হতাহতরা কাজ শেষে কারখানার দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন।

শুক্রবার (০৫ নভেম্বর) সোয়ারীঘাট এলাকার কামালবাগে আগুনে পুড়ে যাওয়া রোমানা রাবার ইন্ডাস্ট্রিজ সরেজমিনে দেখে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

স্থানীয়রা জানান, রোমানা রাবার ইন্ডাস্ট্রিজের কারখানায় বার্মিজ ও স্পনসের স্যান্ডেল তৈরি করা হত। এই জুতা তৈরির প্রধান কাঁচামাল হিসেবে মজুদ রাখা হত প্রচুর পরিমাণ রাবার ও প্লাস্টিক। ব্যবহার করা হত দাহ্য ডিওপি তেল। এই তেল জুতা ফিনিসিং ও মোলায়েম করতে সহায়তা করে। একইসঙ্গে কারখানার ভেতরে তেলের ড্রাম মজুদ থাকতে দেখা গেছে। কারখানায় রাখা হয়েছিল শ্রমিকদের থাকার ব্যবস্থাও। তবে আগুনের ঘটনার পর এ বিষয়ে জানতে কারখানার মালিক রফিক হাজীকে পাওয়া যায়নি।

কারখানার চিত্র:

ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।  ছবি: শাকিল আহমেদ

সরেজমিনে দেখা যায়, কামালবাগে আবাসিক এলাকা থেকে ১৫০ গজ দূরে রুমানা রাবার ইন্ডাস্ট্রিজের অবস্থান। কারখানার পাশেই ছোট একটি কাঁচাবাজার। বাজারটি মদিনা কাঁচাবাজার নামে পরিচিত। কেউ কেউ হাজী সেলিমের বাজারও বলেন। সোয়ারীঘাটের বেড়িবাঁধ সড়কের পাশেই রফিক হাজীর দোতলা কারখানাটি।

কারখানাটির দ্বিতীয় তলায় ছিল রাবার ও প্লাস্টিকের কাঁচামালের মজুদ। জরাজীর্ণ ভবনের নিচতলায় ঢুকতেই দেখা যায়, রাখা আছে ডিওপি তেলের অনেকগুলো ড্রাম। আগুনে যা পুড়ে ছাই হয়ে গেছে।

এছাড়া ভবনটির ভেতরে শ্রমিকদের থাকার জন্য করা হয়েছিল খোপ খোপ ঘর। নিহত পাঁচ শ্রমিক ওই ঘরগুলোর একটিতে ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।

পুড়ে ছাই কাঁচাবাজার:

পুড়ে ছাই কাঁচাবাজার।  ছবি: শাকিল আহমেদ

কারখানা থেকে ছড়িয়ে পড়া আগুনে মদিনা বাজারের ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে দোকানগুলোতে থাকা কাঁচা মালামাল ও নিত্যপণ্য পুড়ে ছাই  হয়ে যায়।

কামালবাগের অন্য একটি জুতার কারখানায় কাজ করেন আমির হোসেন।

বাংলানিউজকে তিনি বলেন, ‘আমি নাইট ডিউটিতে কাজ করছিলাম। রাত ১টার দিকে বিকট একটা শব্দ শুনতে পাই। লোকমুখে শুনি আগুন লেগেছে। পরে আগুন, আগুন বলে চিৎকার শুনে দৌড়ে এসে দেখি, কারখানাটিতে ধাও ধাও করে আগুন জ্বলছে। আগুনের তাপ এত বেশি ছিল যে কোনোভাবেই তার  আশপাশে যাওয়া যাচ্ছিল না। ‘

রোমানা রাবার ইন্ডাস্ট্রিজের পাশে অবস্থিত মদিনা ট্রান্সপোর্ট মার্কেটের সুপারভাইজার মো. রফিক বলেন, ‘১০-১২ বছর আগে রফিক হাজী এই জমি লিজ নিয়ে কারখানাটি তৈরি করেছিলেন। এখানে বার্মিজ ও প্লাস্টিকের স্যান্ডেল তৈরি করা হয়। কারখানায় অন্তত ১৫ থেকে ২০ জন শ্রমিক কাজ করেন। রফিক হাজী চকবাজারের রহমতগঞ্জের হাজী গলি রোডে বসবাস করলেও তার গ্রামের বাড়ি কেরানীগঞ্জে। ’

তিনি বলেন, ‘রাত ১টার দিকে আমাদের মার্কেটের নাইটগার্ড ফোন করে আগুনের সংবাদ জানায়। আমি সকালে ছুটে আসি। এসে দেখি কারখানাটি সম্পূর্ণ পুড়ে গেছে। পরে লোকমুখে আগুনে পুড়ে কারখানার পাঁচজন শ্রমিক মারা গেছে বলে শুনেছি। ’

মো. রফিক আরও বলেন, ‘বার্মিজ জুতা তৈরি করতে প্রচুর পরিমাণ কেমিক্যাল ব্যবহার করা হয়। তবে এসব কেমিক্যালে আগুন লাগে কি-না তা আমি জানি না। তবে যে রাবার এখানে মজুদ ছিল তাতে আগুন লাগে সেটা জানি। ’

এদিকে সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইড) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা।

এ বিষয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিটের প্রধান পরিদর্শক মো. সাইফুর রহমান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল পর্যবেক্ষণ করে আমরা বেশ কিছু আলামত সংগ্রহ করেছি। কিছু কেমিক্যাল সাদৃশ্য আলামতও সংগ্রহ করা হয়েছে। সিআইডির রাসায়নিক ল্যাবে পরীক্ষা করে তারপর বলা যাবে, এগুলো দাহ্য কোনো কেমিক্যাল ছিল কি-না।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পাঁচটি মরদেহের পরিচয় শনাক্ত করতে আমরা হাসপাতালে গিয়েছিলাম। কিন্তু মরদেহগুলো আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। ডিএনএ পরীক্ষা ছাড়া মরদেহগুলো শনাক্ত করা যাবে না।

কারখানায় আগুন জ্বলছে।  ছবি: বাংলানিউজ

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস বলছে, সাধারণত বিভিন্ন জেলা থেকে অল্প শিক্ষিত মানুষরা পুরান ঢাকার এই জুতার কারখানায় কাজ করতে আসেন। কাজের সময় তাদের অনেকে বিড়ি-সিগারেট খান। হয়তো সিগারেট কিংবা কয়েলের আগুনেও এই ঘটনার সূত্রপাত হতে পারে। এছাড়াও থাকতে পারে অন্য কোনো কারণও।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক হাফুজুর রহমান বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি। তবে ঘটনাস্থলে প্রচুর পরিমাণ রাবার জাতীয় কাঁচামাল পাওয়া গেছে। রাবার এক ধরনের পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। এছাড়াও ডিওপি তেল মজুদ ছিল, যা দাহ্য পদার্থ। আগুনের প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এর আগে, বৃহস্পতিবার (০৪ নভেম্বর) রাতে রোমানা রাবার ইন্ডাস্ট্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১টা ১৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। পরে রাত ৩টার দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন:
পুড়ে ছাই সোয়ারীঘাটের কাঁচাবাজার
সোয়ারীঘাটের অগ্নিকাণ্ডে ৫ জনের মৃতদেহ উদ্ধার

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এসজেএ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।