ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
বরিশালে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ বাস চলাচল বন্ধ। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল থেকে সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ তেলের দাম অধিকহারে বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বন্ধ রাখা হয়েছে বাস চলাচল।

ফলে শুক্রবার (০৫ নভেম্বর) সকাল থেকে বরিশাল নগরের নথুল্লাবাদ ও রুপাতলী বাস টার্মিনাল থেকে কোনো যাত্রীবাহী বাস চলাচল করেনি।

এদিকে আকস্মিক বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা টার্মিনালে এসে বিপাকে পড়ছেন।

যাত্রীরা জানান, টার্মিনালে এসে তারা জানতে পারেন তেলের দাম বাড়ার  কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। আকস্মিক বাস চলাচল বন্ধের কারণে এখন তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। কিভাবে গন্তব্যে যাবেন বুঝতে পারছেন না।

মনিরুল ইসলাম নামে এক যাত্রী বলেন, যারা কাছে কোথাও যাবেন তারা রিকশা, ভ্যান, অটোরিকশায় করে যেতে পারছেন। কিন্তু আমার মতো যাদের দূরে যেতে হবে, তাদের মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের থ্রি-হুইলারে যেতে হবে। তাও আবার কয়েকবার
যানবাহন পাল্টে কয়েকগুন বাড়তি ভাড়া দিয়ে।

কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন, বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক কিশোর কুমার দে। এছাড়া বাস ভাড়া পুনঃনির্ধারণসহ বেশ কয়েকটি দাবি না মানা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রুপাতলী বাস শ্রমিক ইউনিয়নের নেতা সুলতান মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।