সাভার (ঢাকা): নতুন রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদের কার্যক্রমের প্রথম দিনের জ্বালানি তেল নিয়ে পরিবহন শ্রমিকদের মালিকদের ডাকা ধর্মঘটের সমর্থন দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও দলটির সদস্য সচিব নুরুল হক নুর।
শুক্রবার (৫ আগস্ট) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে এ সমর্থন দেন তিনি।
নুরুল হক নুরু বলেন, আজকে আমরা আলোচনায় ভাবে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আমাদের কার্যক্রম শুরু করছি। আজ পরিবহন শ্রমিকদের মালিক পক্ষের ডাকা একটি কর্মসূচি চলছে৷ যেটি আমরা মনে করি একটি যথার্থ কর্মসূচি। হঠাৎ করে কোনও ধরণের বিজ্ঞপ্তি ছাড়াই দুই থেকে তিন টাকা নয় ১৫ টাকা বাড়িয়ে দিয়েছে। এ দাম বাড়ার কারণে সমস্ত জায়গায় জীবনযাত্রায় একটি পরিবর্তন আসবে।
সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, বাংলাদেশের একটি ক্লান্তি লগ্নে আমরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছি। যে সময় বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০ বছর পার করছে। মুক্তিযুদ্ধের যে চেতনা ছিলো সামাজিক মর্যাদা, নেয় বিচার, বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। সেটি আজকে ৫০ বছরের বিনির্মাণ করা সম্ভব হয়নি৷ বরং রাজনীতিতে দুর্বৃত্তায়ন জনগণের অধিকার হরণ যেটা আলটিমেটলি গণতান্ত্রিক বিপরীত কাজ বলে আমরা মনে করি। যে কারণে ৭১ তরুণরা এদেশের মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলো লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শোষিত মানুষের অধিকার আদায়ে তারা যুদ্ধ করেছিলো। আজকে সেই মেধাবী তরুণদের নিয়ে আমরা নতুন রাজনৈতিক দল গঠন করেছি। যে দলের লক্ষ উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের মূলমন্ত্রের বাস্তবায়ন করা। যেখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মধ্যে দিয়ে যে মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র বিনির্মাণ করা।
তিনি বলেন, দীর্ঘ দিন ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জনজীবনে এক ধরণের অসস্তি এক ধরণের বিপর্যয় রয়েছে৷ নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের দু মুঠো খেয়ে পরেই বেঁচে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। কাজেই আজকে আমরা জাতীয় স্মৃতিসৌধ থাকে সরকারের প্রতি আহবান জানাবো তেলের দাম যে বাড়তি করা হয়েছে এটি পত্যাহার করতে হবে অন্যথায় কিভাবে দুই থেকে তিন টাকা বাড়ানো যায় সেটাও যথাযথ কর্তৃপক্ষ, মালিক, শ্রমিকদের সঙ্গে বসে এটার একটা সমন্বয় করতে হবে।
নুর আরও বলেন, সরকারের যে দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও লুটপাট সেগুলো বন্ধ করলে আমার মনে হয় গত ৭ বছরে যে প্রতিষ্ঠান প্রায় ৪০ হাজার কোটি টাকা লাভ করেছে সেখানে কিছু ভর্তুকি দিলে আহামরি ক্ষতি হবে না৷ কাজেই জনজীবন এবং নিম্মআয়ের মানুষের জীবন জীবিকাকে প্রাধান্য দিতে সরকারকে অনুরোধ জানাবো।
তিনি বলেন, আসলে আমরা দল ঘোষণার দিন থেকে বিভিন্ন সময় বলে এসেছি। বর্তমান সরকার একটি দুর্বৃত্তের সরকারে পরিণত হয়েছে। যারা রাষ্ট্রের বিচার বিভাগ থেকে শুরু করে গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনীসহ সব প্রতিষ্ঠানকে তারা দলীয়করণের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। কাজেই এ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবার নয়। তাই সবার প্রতি আমাদের আহবান হচ্ছে, আগামীতে আমাদের একটি গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেই সংগ্রামের মধ্য দিয়ে ফয়সালা হবে যে আগামীতে কিভাবে নির্বাচন হবে৷ আগামী নির্বাচন এ সরকারের অধীনে নয়।
এদিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সদ্য গণফোরাম ছেড়ে আসা গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া।
গত ২৮ অক্টোবর রেজা কিবরিয়া ও হক নুরের নেতৃত্বে ‘গণ অধিকার পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এনএইচআর